STORYMIRROR

Gopal Chandra Mandal

Abstract Inspirational Others

3  

Gopal Chandra Mandal

Abstract Inspirational Others

অগ্রগতি

অগ্রগতি

1 min
186

আমরা অনেক এগিয়েছে সবুজের রস নিঙরে

দিনদিন আধুনিক হচ্ছি বড্ড

কেবল অর্থের পছনে 

সুস্থ জীবনের লক্ষ্যে নয়

আর আক্রমণ চলছে বন জঙ্গলের উপর

ভাবতে চাইনা কেউ

অক্সিজেনের বিকল্প আর কি থাকতে পারে

তার উৎস সবুজকে নিশ্চিহ্ন করছে মানুষ

মানুষ আজ বড় ভিখারী

প্রকৃতির কাছে

উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে জলাভূমি

হয়তো একদিন তোমার তৈরি শখের একশো তলা বাড়ি

ডুবে যাবে জলের তলে


Rate this content
Log in

Similar bengali poem from Abstract