অব্যক্ত
অব্যক্ত


আমি জিজ্ঞেস করেছিলাম "ভালোবাসো ?"
এই যে সময়ের ফাঁকে ফাঁকে যাও আর ফিরে আসো ?
ও বলেছিলো "থাক না, কথায় বাড়ে কথা,
তুমি পড়তে পারোনা ? আমার চোখের নীরবতা"
ধাক্কা দিয়ে বলেছিলাম "ওই বলোনা কতটা ভালোবাসো ?
এই যে ঘুরে ফিরে ঠিক আমার কাছেই ফিরে আসো ?"
ও বলেছিলো "যাই বলি সেই তো ভুল, ঠিক, ধরবে কথার শেষে,
তার চেয়ে বরং বুঝেনিও যখন, আমি মিশে যাবো মেঘের দেশে "...