অভিনয়ে ছাপ্পা
অভিনয়ে ছাপ্পা




আসলে সবটাই মূকাভিনয়,
শরীরের প্রতিটি অঙ্গই কোনো না কোনো সময় পরিত্যক্ত বাড়ি,
মিছিলে মিছিলে ছয়লাপ কিছু সম্যক সুখ
তোমার আমার রোদেলা বসন্ত কাহিনী,
সূর্যের আলোয় ধুয়েমুছে সাফ করে গণতন্ত্র সামলাতে পথে নামে রোজ যে ছেলেটা মেয়েটা ...
আমি প্রতিনিধি হতে পারিনি ওদের
বরং জমাটি অন্ধকারের উঠোনে লুকিয়ে ফেলেছি সামগ্রিক দেহ।
আদতে এটাই হয়তো ছাপ্পা বেঁচে থাকার নামান্তর।