STORYMIRROR

Abir Ghosh

Abstract Comedy

3  

Abir Ghosh

Abstract Comedy

অবাস্তব

অবাস্তব

1 min
165


যদি,


 আকাশ নদীর ভিতর জমাতো মেঘমালা

 রং ছেঁড়া আঁকা ছবির জীবন্ত জল খেলা

 মৌচাকের মোমে থাকতো লেগে তিক্ত স্বাদের রস

 লাশের ভিতর আত্মা নেচে গাইতো নিরলস,,


যদি,


  কোকিল বাসায় কাকের ডিমে ফুটতো বাচ্চা

  বিষাক্ত ঠোঁট মিথ্যে ছেড়ে বলতো সাচ্চা

  আঁতুড়ঘরে দু পা ফেলে ছুটত নবজাতক

  অহংকারের লোকদেখানো যদি হতো আশ্রিত,,


যদি,


 বকের গায়ে লাগতো কাদা সাপের পাঁচ পা

 ঘুঘুর ফাঁদ দেখতো আগে-পরে ঘুঘুর ছা

 জ্বলন্ত সবুজ শরীরজুড়ে চোখের তলায় আলো

 খাপছাড়া হয়ে এদিক সেদিক ছুটত ভীষণ কালো,,


যদি,


 গলার ভিতরে থাকতো জমা গ্রামোফোনের পিন

 বজ্রাঘাতের অধিক আওয়াজ করত আলপিন

 বৃষ্টি ধরে ঝুলন্ত মানুষ ' অ ' মেরে ফেলে

  উচুর দিকের ফাঁপা মাথা পচতো সাদা জেলে,,


যদি,


  আপদ পরতো খুব বিপদে টানত আলপনা

  বস্তা পুরে যত তারা যেত হাতেগোনা

  তারের ভিতর শক্তি ছেড়ে যুক্তি দিত সামাল

  ফলমোচি হতো সব গাছেরা শ্রেষ্ঠ ফল মাকাল,,


যদি,


  হঠাৎ করে রাতে হত সূর্য আবিষ্কার

  সঠিক হাতে জুটতো এসে সঠিক পুরস্কার

  অবাস্তব কিছু ক্ষেত্রে যদি বাস্তবায়িত হত

  কাজের আগে ভাবনা শ্রেয় থাকতো সংযত।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract