STORYMIRROR

Abir Ghosh

Abstract Classics

3  

Abir Ghosh

Abstract Classics

খোলসে আসক্তি

খোলসে আসক্তি

1 min
201


এ সমাজ , এ প্রশ্ন

কারণ নিয়ে মাথা ঘামায় না ফলাফলেই আগ্রহী

মেরুদন্ডের প্রত্যেক সংযোগে জমে থাকা তরল

প্রতিক্ষণে ক্ষয় হতে থাকে ঘর্ষণের প্রতাপে,

কেবলমাত্র সেই বোঝে নিরাসক্ত দম্ভের যন্ত্রনা

বেঁকে যেতে চায় হাড় সাথে রাস্তা

দামি মুক্ত বাঁধানো জুতো ডাকে ঈশারায়,,

কেউ শোনেনা নিষ্পাপ নিঃশ্বাসের কান্না

জাঁকজমকে ঢাকে ভিতরের খড়কুটো

সত্যের অন্বেষণ করে বেড়ায় টিকটিকির শখ

হঠাৎ খসে পরে লেজ জমে দূষিত জল

খিটখিটে মেজাজে পরে সিগারেটের স্তর

জীবনের চেয়েও ঘুম বেশি দুর্লভ,,

পেট্রোলের হিসেব রাখে মিটার যন্ত্র

উড়ে যাওয়া তেল ধরতে যায় না কেউ

দিপদিপ আগুনে হয় আরতির আয়োজন

কালো পিতলে কেউ খোঁজেনা অবশিষ্ট বাষ্প,


এ সভ্যতা , এ মুখোশ

সত্যে মাথা ঘামায় না মর্যাদার খোলসে কৌতুহলী

সাদা ছাপে মুড়ে যায় হাজার রোশনায়

খালি পাতে উগলে দেয় বুকের রক্ত

মাছি ভনভন করে খায় প্রত্যেকটা ফোঁটা,,

শিরদাঁড়া নীলামে ওঠে চোরা বাজারে

তবু তীক্ষ্ণ চোখে স্পষ্ট অন্যের পিঠ

ছোবল বসবে সুযোগের সদ্ - দুর্ব্যবহারে

ফলাফলে মিলবে সাজানো ভিক্ষে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract