STORYMIRROR

PARAMITA BASAK

Abstract Romance

3  

PARAMITA BASAK

Abstract Romance

আয় রে সখি

আয় রে সখি

1 min
283


আয় রে সখি, 

আবার মোরা খেলি 

দুহাত ধরে। 

কি হয়েছে? 

মাঝের খানিক পথ 

গিয়েছে সরে । 

আয় না, 

আবার ভুলে সকল 

চলি রে একসাথে। 

আয় না, 

আবার আগের মতো 

চলি রে এক পথে। 

আয় না রে, 

সব ঝগড়া গুলো

 শিকেয় তুলে রাখি।

বলবো এবার, 

সুখ দুঃখের কথা 

যত বাকি।

তুই যে আমার 

 ছেলেবেলার ঝগড়া

আর আড়ি,

তোকে নিয়েই

 উদাসীনতা 

তোর সাথেই

 বাড়াবাড়ি।

আবার হবে 

দেখা সাথে 

মনে ভাবি আমি, 

আবার হবে খুনসুটি 

আর হবে দুস্টুমি। 

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract