আন্তপ্রকাশ
আন্তপ্রকাশ


বুকের ভেতর হতাশার জাল
অক্সিজেনের নেশায় আজ আমি মাতাল।
জানিনা কি আমার ডেস্টিনি
সখ, প্যাশন সব এখন চুলকানি।
দিন যাচ্ছে,তাই আমিও চলছি
নিজেকে বোঝাচ্ছি"কিছুটা হলেও তো শিখছি"।
কখনো নিজেকে মনে হয় ব্যাটম্যান
আবার কখনও মনে হয় জোকার,
হঠাত আবার কানে ভেসে আসে
"তোর জীবন তো পোকার"।
যেদিন খুঁজে পাবো লুকানো তাস,
হয়ত সেদিন আমি দিগন্তে লাশ।