Gopa Ghosh

Abstract

4.8  

Gopa Ghosh

Abstract

আমি প্লাস্টিক ব্যাগ

আমি প্লাস্টিক ব্যাগ

1 min
724


আমি আছি,

তাই আজ মায়ের হাতে সেলাই করা

চটের ব্যাগটা মিউজিয়ামে।

আমি আছি,

তাই খালি হাতে যাওয়া

মুদির দোকান।

আমি আছি

তাই মিষ্টির ভাঁড়, হেলেদুলে ঘরে আসে।

আমি আছি

তাই কোনো একদিন আমার পাহাড়ে

চাপা পড়ে খুঁজে নিও সামান্য সুখগুলো

আমি প্লাস্টিক ব্যাগ,

হাজার নিয়মের বেড়াজালেও

আমাকে কারো নি ত্যাগ।


Rate this content
Log in