আমি গ্রহণ করে নেবো
আমি গ্রহণ করে নেবো
আমি গ্রহণ করে নেবো তোমায়,
তুমি আমার হয়ে এসো,
পুরাতন সব ভুল গুলো,
ক্ষমা করে দিবো,
তুমি আমার হয়ে এসো।
অবহেলার সময়গুলো,
মুছে দিবো,
অপেক্ষার প্রহর গুলো,
ভুলে যাবো,
উত্তর বিহীন চিঠিগুলো,
ফেলে দিবো,
তুমি আমার হয়ে এসো।
বেলা অবেলায় ভালোবাসি বলে,
হৃদ স্পন্দন বাড়িয়ে দিবো,
তুমি আমার হয়ে এসো,
শুধু আমার।

