STORYMIRROR

delete account

Abstract

4  

delete account

Abstract

আমার ভাগ্য

আমার ভাগ্য

1 min
347

ভালো আছো?

এখন কী করছো?

কাল রাতে কেমন বৃষ্টি হলো বলো তো

আর কেমন আকাশ ডাকছিল

আমি তো ভালো করে ঘুমোতেই পারিনি

তোমার তো আবার ভয় নেই!

তোমায় মাঝেমধ্যে 'তুই তুই' করে ডাকতে ইচ্ছা হয়, জানো?

তোমার কি খুব শরীর খারাপ?

তুমি এত মনমড়া হয়ে আছো কেন?

তোমার দু'চোখে এত জল কেন?

তোমার কি মন ভালো নেই?

তোমার কষ্টের কথা আমায় বলো।

আমায় এভাবে ভুল বুঝো না।

তুমি ছাড়া আমি আর কার কাছে কাঁদব বলো?

তুমি ছাড়া আমার আর কে আছে আপন বলো?

তুমি যদি আমার থেকে দূরে সরে যাও

তোমায় বলে রাখছি আমি পৃথিবী থেকেই দূরে সরে যাব.....।

এই কথাগুলো আমায় কেউ কোনোদিন বলেনি

এই কথাগুলো প্রিয়জন ছাড়া আর কেউ বলেও না,

আমার তো প্রিয়জন কেউ নেই

তাই আমার শোনার ভাগ্য হয় নি।

আমি তো অভিশাপের মতো

যাকে কেউ পছন্দ করে না।

আমি তো বিভীষিকাময় স্বপ্নের মতো

যাকে কেউ দেখতে চায় না।

আমি তো বিপদের মতো

যার থেকে সবাই দূরে থাকতে চায়।

আমি তো কাঁটার মতো

যার পায়ে বিঁধে যাই

তার মধ্যে দেখি তৎপরতা আমায় তুলে ফেলার জন্য।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী

১৫/১১/২০২৩


Rate this content
Log in

Similar bengali poem from Abstract