আমার আমি
আমার আমি


আমি আর একটা স্যতসত্যে ঘর
প্রদীপের আলোয় ছাদটা কালো হয়ে গেল
আর ভাঙা কাঁচে তারই আলো।
পুরানো স্পীকারটাই সুমন,
চশমাটা কপালে তুলে
হাতে এক গ্লাস হুইস্কী।
ঠান্ডা জলটা গরম হয়ে গেল
আর হুশটা ঠান্ডা হয়ে যাচ্ছে,
মনটা ঝণ্ ঝণ্ করছে।
বালিশটা শক্ত ছিল না,
কিন্তু এখন লাগছে।
কোল বালিশটাকে কতই না আদর করি,
আর আজ বিরক্ত লাগছে।
তবে যাই হোক,
এখন চোখ বন্ধ করে শুয়ে থাকাটাই
ঘুম বলে বিশ্বাশ করে নিলাম।