“তুই”- একটা গান
“তুই”- একটা গান


তুই আমার, ভোরের বেলায় সূর্য ওঠা,
তুই আমার ক্ষ্যাপাঘোড়া, লেজটা কাটা!
তুই আমার বেহিসাবি দোকান কেনা,
তুই আমার শিতের দিনে বরফে হানা!
তুই আমার বিকেলবেলার মশলামুড়ি,
তুই আমার লাটাই ছাড়া মাঞ্জা ঘুড়ি!
তুই আমার বই-খাতায় কাটাকুটি,
তুই আমার সন্ধে রাতের দুধ রুটি!
তুই আমার লিরিক্স ভোলা গানের মেলা,
তুই আমার স্নানের জলে লা-লা-লা-লা!
তুই আমার খেলার মাঠের হাত-পা ছোঁড়া,
তুই আমার ভাঙা বোতল, রাঙতা মোড়া!
লালালালা-লা, লাললা……………………………………..আ।