আমার আগমনী
আমার আগমনী
সবাই বলে “এই দ্যাখো ছাতিম ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে”
কেউ বলে “ কাশফুলে এবারে আমাদের বাড়ির আশেপাশে শরতের শাদা মেঘের মেলা বসেছে....”
তারা যারা শিউলির গন্ধ হাওয়ায় উড়িয়ে দেয়
যারা ভোরের প্রথম আলোর সাথে আকাশবাণী শুনতে পায়
আমি তাদের আনন্দ দূররর থেকে দেখি, উৎসবের প্রতিদ্ধনি শুনি
উত্তেজনা অনুভব করি
আমার মনটাকে প্রত্যেক বছর আমি পুজোর সাজে সাজিয়ে তুলি
আমার মনের জংধরা খাঁচায়
বাঁশ বাঁধা হয়, আলোর রোশনাইয়ে আমি চোখ ধাঁধানো অন্ধ অপারগ মাত্র!
সানাই বাজে ভোররাত থেকে
প্রতিমা সাজে মনের ঠাকুরদালানে
ধুলোবালি জমা অভিমান তার কিছু দিয়ে এই প্রতিমা গড়ন, সাথে অল্প ভালোবাসার আভূষণ
চক্ষুদান আসলে লুকোনো মনের আয়না
পুজোর মন্ত্র আমার স্মৃতিচারণা
উৎসব আমার মনের ভিতর
বারোমাস অবিরাম এই শারোদকাহন