STORYMIRROR

Sayan Maity

Children

3  

Sayan Maity

Children

আকাশ আমার বন্ধু

আকাশ আমার বন্ধু

1 min
283

আকাশ,তোমার তো কোনো বন্ধু নেই

একলা বসে থাকো তাই।

আমাদের তো বন্ধু আছে,মজা করি হাসি সবাই।।

 

আকাশ,তুমি তো লেখাপড়া শেখো না

আমাদের দেখে পাচ্ছ পড়ার বাসনা।।

তুমি আমাদের বৃষ্টি দাও

তাপ কর শোষণ,

মানুষেরা দিচ্ছে কি?

শুধুই বায়ুদূষণ।।


দিনের বেলায় সূর্য ওঠে

রাত্রে ওঠে চাঁদ,

গ্রহ,তারারা তোমার দ্বারা

পাচ্ছে আশীর্বাদ।।


আকাশ,তুমি তো একলা

আমরা কোটি মানুষজন

তবুও গোটা বিশ্বকে

দিচ্ছ স্নেহের আবরণ।।


Rate this content
Log in

Similar bengali poem from Children