STORYMIRROR

Sayan Maity

Others Children

3  

Sayan Maity

Others Children

ভাবুক মন

ভাবুক মন

1 min
416


একলা বসে থাকি যখন

মন লাগে না পড়তে,

ইচ্ছে করে তখন খুব

পাখির মতো উড়তে।


ভাবি,যাবো একদিন সব

দূর অজানার দেশে,

নাম বদলে,পোশাক বদলে,

সাধুর ছদ্মবেশে।


ভাবি, সুখ দুঃখের অমিল

লিখবো বসে বসে,

একটা মোটা খাতাতে

সুর ছন্দের রসে।


ভাবি, আকাশের রং বদলে দেব

করবো হলুদ লাল

না পারলে একসময়

ছেড়েই দেবো হাল।


আবিষ্কার করবো এমন ওষুধ

সব রোগ সেরে যাবে,

আবাল-বৃদ্ধ-বনিতা 

সবাই এটা পাবে।


জানি, এইসব ইচ্ছা , স্বপ্ন

কখনো সত্যি হবেনা, 

তবু ভাবতে যে কি দোষ,

তাইতো ভেবে পাইনা।


Rate this content
Log in