আজ ঘনিয়ে এলো মেঘ ...
আজ ঘনিয়ে এলো মেঘ ...


আজ ঘনিয়ে এলো মনের মেঘ
চেপে রাখা অনেক কথা
পুরানো সেই অনেক স্মৃতি
মন চায়ে ভেসে জেতে
জোড় করা সেই আবেগ ।
কোই, বলেছিলি তো থাকবে তুমি
এই জীবনের সাথি হয়ে
কেনো আজ মিথ্যে হয়েছে
ফেলে আসা দিনের স্বপ্ন গুলো
ক্লান্ত, একা দাঁড়িয়ে আজো আমার ভূমি ।
না, রাগ করিনি কারুর ওপর
চারিদিক জেনো ধেয়ে আসে
হাতটা যেন খালি লাগে
তোমার স্পর্শ ছেড়েছে যবে
আছি সুধু একটি আশার নীরবে ।
আজ ও মনে পরে সেই লাল পার শাড়ি
গোধুলিতে পুজোর সন্ধ্যা আরতি
সত্যি কি ফিরিবে না শোনালি দিন ....
না, নাঃ .. চোলবেনা এই অশ্রুপাত
হোক না যতোই অস্থির করা আবেগ,
থাকলো নয় বন্দি হোয়ে
ঘনিয়ে আসা মনের মেঘ!