STORYMIRROR

AMIT KOLEY

Inspirational Others

3  

AMIT KOLEY

Inspirational Others

আগামী সভ্যতার আত্মজীবনী

আগামী সভ্যতার আত্মজীবনী

1 min
1.2K

কয়েক লক্ষ কোটি শব্দ

কয়েকশো ছেদ-যতি চিহ্ন নিয়ে

ব্যস্তছিল তোমাকে রুপ দিতে;


রুপটাও পেলে।


সে রুপের গায়ে মাখলে 

এক পৃথিবী লিখিত ও অলিখিত সাহিত্য

এরপর সেখানে লুকালে কিছু না বলে;


শুরু হল শ্রেষ্ঠ নান্দনিকদের অভিযান।


খুঁজে বের করতেই হবে 

তন্ন তন্ন করে খুঁজতে হবে সভ্য মানুষের সাহিত্য

খুঁজতে হবে অসভ্য মানুষের দিনলিপি;


ভারত থেকে শুরু করে গান্ধারভূমি। 


এখনও সকাল সুন্দর, পূর্ণিমার চাঁদ তাকায় নিষ্পাপ নয়নে

গান্ধারভূমিতে এখনও পাক ধরছে ফলে, বনে ও মনে 

এখনও শিশুরা হাসছে বন্দুকের হুংকারে তাঁবুর অন্ধকারে;


শিশুর রক্তে লিখছে ওরা, ওদের দিনলিপি। 


বেশিদিন না, পারবে না লুকিয়ে থাকতে 

খুঁজে বের করবেই তোমায় এক পৃথিবী স্বপ্ন 

তুমি আসবে কয়েককোটি প্রেমিকের হৃদয়ে


লিখবে আগামী সভ্যতার আত্মজীবনী। 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational