আগামী সভ্যতার আত্মজীবনী
আগামী সভ্যতার আত্মজীবনী
কয়েক লক্ষ কোটি শব্দ
কয়েকশো ছেদ-যতি চিহ্ন নিয়ে
ব্যস্তছিল তোমাকে রুপ দিতে;
রুপটাও পেলে।
সে রুপের গায়ে মাখলে
এক পৃথিবী লিখিত ও অলিখিত সাহিত্য
এরপর সেখানে লুকালে কিছু না বলে;
শুরু হল শ্রেষ্ঠ নান্দনিকদের অভিযান।
খুঁজে বের করতেই হবে
তন্ন তন্ন করে খুঁজতে হবে সভ্য মানুষের সাহিত্য
খুঁজতে হবে অসভ্য মানুষের দিনলিপি;
ভারত থেকে শুরু করে গান্ধারভূমি।
এখনও সকাল সুন্দর, পূর্ণিমার চাঁদ তাকায় নিষ্পাপ নয়নে
গান্ধারভূমিতে এখনও পাক ধরছে ফলে, বনে ও মনে
এখনও শিশুরা হাসছে বন্দুকের হুংকারে তাঁবুর অন্ধকারে;
শিশুর রক্তে লিখছে ওরা, ওদের দিনলিপি।
বেশিদিন না, পারবে না লুকিয়ে থাকতে
খুঁজে বের করবেই তোমায় এক পৃথিবী স্বপ্ন
তুমি আসবে কয়েককোটি প্রেমিকের হৃদয়ে
লিখবে আগামী সভ্যতার আত্মজীবনী।
