আবার শব্দ হোক
আবার শব্দ হোক


চৌমাথার সিগনালে একটা
গোটা দিন আটকে আছে।
আর, ট্রাম লাইনের ধার ধরে
আমি তখন,
বিকেলের স্বপ্নে বিভোর।
রেসকোর্স এর বাইরে
কিছু উস্কো খুস্কো মুখ,
বেড়া টপকে উঁকি দিচ্ছে স্বপ্ন;
আর তার পাশে পরে থাকা
সিমেন্টের স্ল্যাপ জুড়ে
বিদ্রোহ ঘোষণা করছে
কয়েকটা ছেঁড়া জামা জুতো
একটা মুড়ির ঠোঙা
আবার শব্দ হোক,
অন্ধকূপ জুড়ে গভীর
স্তব্ধ হোক উন্মত্ত জীবাশ্ম।
জব্দ হোক, তীব্র যন্ত্রনায়
ভেঙে দেওয়া ছায়াপথ
শরীরের ওম।
আবার শব্দ হোক!