STORYMIRROR

Menoka Das

Romance Inspirational

3  

Menoka Das

Romance Inspirational

এক পার্শ্বযুক্ত প্রেম

এক পার্শ্বযুক্ত প্রেম

1 min
375


এক পার্শ্বযুক্ত প্রেম সবাই করতে পারেনা

তারাই পারে যারা কিছু পাওয়ার আশায়ে থাকেনা,

এ এক অন্যরকম অনুভূতি যা সবার দারা বোঝা সম্ভব হয়না।

তাকে একবার দেখার জন্য সময়কে তয়াক্কা না করে অপেক্ষা করা

সে একবার ঘুরে দেখলে লজ্জায় লাল হয়ে যাওয়া ,

আবার সে না দেখলে তার চোখে চোখ মেলানোর অপেক্ষা

সে খুশি হলে হাসি তমার বাধ মানে না

আবার সে কষ্ট পেলে আঘাত তোমার লেগে যায়।

সে হাত তো অন্ন্য কারোর ধরে কিন্ত হাত তোমার নরম হয়ে যায়।

সে অন্য কারোর কাঁদে মাথা রাখলে কাধ তোমার ভারী হয়ে যায়,

এই পার্শ্বযুক্ত প্রেম সবার কপালে থাকে না

শুধ ভাগ্যবানেরাই এর সুখ পায়

দুতরফা প্রেমে তো অনেক চাহিদা থাকে

এক পার্শ্বযুক্ত প্রেম পুরো নিঃস্বার্থ হয়

এতে কোন আসা, ভরশা বা কোন ত্যাগ থাকেনা,

থাকে শুধু শ্রী ক্রিস্ন-রাধা র মতো পবিত্র ভালোবাসা.।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance