রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ
আমার প্রাণের মাঝে যেন লুকিয়ে ছিলে তুমি,
তোমার নাম রবীন্দ্রনাথ জেনেছিলাম আমি
ছেলেবেলায় তোমার দেখা পাইনি যখন আমি,
মায়ের কথায় স্নেহের গন্ধ মাখিয়ে দিলে তুমি।
কলার টিউন এ আছো তুমি আছো মাউস এর ক্লিক এ
তবুও নোবেল হারিয়ে গেছে তার চিহ্নের ফাঁকে।
কোন জাদুতে মিলিয়ে দাও শ্রেণী, গন্ধ, বর্ণ
হে ঠাকুর! তুমিই কেবল মেলাতে পারো অর্জুন আর কর্ণ।
কোথায় ঠাকুর খুঁজছ তোমার শেষই বা তুমি কোথায়,
মুঠোয় করে নিয়ে গিয়ে ভুবন তৃপ্ত হব সেথায়।