STORYMIRROR

Orpita Oyshorjo

Inspirational Others

3  

Orpita Oyshorjo

Inspirational Others

সুনয়নার জন্মদিন

সুনয়নার জন্মদিন

1 min
320


আজ সুনয়নার জন্মদিন , বহু প্রতীক্ষার পর এই দিনটা চলেই এলো সেও একই ভাবে প্রতি বছর জন্মদিনের জন্য অপেক্ষা করতো 


 ২০১৩ সালেও  করেছিলো । 


দিনটা ছিলো সোমবার কিন্তু জন্মদিনের ঠিক দুদিন আগে সুনয়নার বাবা হসপিটালে ভর্তি হলো ।।


সুনয়নার মন সেদিন খুব খারাপ ছিলো কারণ সেদিন তার বাবা তার পছন্দের টেডি টা নিয়ে আসতে চেয়েছিল , নিজের বাবার উপর খুব রাগ করে থাকলো তারপর জন্মদিনের দিন দুপুর বেলা


সুনয়নার মা হসপিটালে গেলো তার বাবা কে দেখতে ,সুনয়না বাবার উপর খুব রেগে ছিলো তাই সে আর হসপিটালে গেলো না তার মা হসপিটাল থেকে ফিরে এসে সুনয়নার সাথে ফোনে তার বাবার সাথে কথা বলিয়ে দিলো  


সে ভেবেছিলো তার বাবা সেরে যাবে 

কিন্তু না ঠিক রাতে হসপিটাল থেকে ফোনে বললো অবস্থা ভালো নয় ।। বাড়ির লোক এসে দেখা করে যান ।।

সুনয়নাকে কেউ কিচ্ছু বললো না ।।শুধু বললো আজ না তোর জন্মদিন ।। সকালে যাসনি তো কি হয়েছে এখন চল দেখা করে আসবি ।।। 


সুনয়না গেলো আর গিয়ে যে দৃশ্য দেখলো সেটা সারা জীবন ভুলতে পারবে না ।। 


মাত্র 16 বছর বয়সে বাবা কে ঐ ভাবে দেখা যে কতটা কষ্টের সেটা শুধু সেই  জানে ।।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational