Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.
Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.

Arup Mitra

Inspirational

5.0  

Arup Mitra

Inspirational

সম্ভব

সম্ভব

1 min
884


মাথায় কারোর হাত ছাড়া, বতর্মান বাজারে সরকারি চাকরি পাওয়া কতটা কষ্টসাধ্য, পূবালীর মতো ভুক্তভোগীরা একমাত্র বোঝে! স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষায় প্রথম দিকের ছাত্রীটি আজ শুধুমাত্র সরকারের উচ্চপ্রদস্থ আমলা হ‌ওয়ার স্বপ্ন দেখে জীবনের তিরিশ টা বসন্তকে বিদায় দিয়েছে। মাঝে মাঝে পূবালীর ভীষণ মন খারাপ হয়, কান্না পায়, নিজেকে নিজের চোখের সামনে হেরে যেতে দেখে। স্কুল কলেজে পিছিয়ে পরা বন্ধু-বান্ধবরা এখন জীবনের প্রথম সারিতে, সেখানে পূবালী! নিজেকে এখন খুব ফাঁকা লাগে।এতো কিছু ব‍্যার্থতার মধ‍্যেও সে জীবনের নতুন মানে খুঁজে পায় অরূপ স‍্যার এর আশ্বাসে। ....

দীর্ঘ বারো বছর পরে কলেজের মঞ্চে সবার সামনে কি বলবে পূবালী নিজেই বুঝতে পারছে না। সবাই শুনতে চাইছে পূবালী থেকে IAS পূবালী হয়ে ওঠার ইতিহাস। পূবালীর আজ বারবার স‍্যার এর কথাগুলো মনে পড়ছে, স‍্যার প্রায় বলতেন সব ট্রেন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না, কিছু ট্রেন দেরী করে, কিন্তু গন্তব্যে পৌঁছায়, দেরী করা মানে থেমে যাওয়া নয়।


Rate this content
Log in