সেরা প্রাপ্তি
সেরা প্রাপ্তি


ছয় মাস আগে শুরু হয়েছিল রেলে ট্রেনিং। বাবাহারা মেয়েটি এসেছিল বহু কষ্ট আর চিন্তা নিয়ে। পড়াশুনায় মনোযোগী এবং মেধার পরিচয় সে দাবি করে। কিন্তু এই ট্রেনিং জীবনের আগেও তার আরেকটি জীবন আছে। তার স্বাদ পেলাম ধীরে ধীরে। সুন্দর লেখনীর বাঁধন। কি ইংরেজী কি বাংলা! যেমনি ছন্দ, তেমনি ভাবনা। প্রতিটি লেখা ছুঁয়ে যায় মনের গভীরকে। নিজের অজান্তেই কখন তাকে আপন করে নিলাম। আমার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা আর লেখনীর বাঁধন, ধরা দিলাম তার কাছে। আমার জীবনে সে হয়ে উঠল 'কেদারা', কারণ - সে শ্রদ্ধার সাথে উৎসাহ দিতে লাগল আমার লেখনীকে। বাঁধা পড়লাম তার ভালোবাসার শাসনে। মেনে নিলাম আমার আর 'একটি মেয়ে রূপে' - আমার 'কেদারা'। দীর্ঘ রেল জীবনে এটাই আমার সেরা প্রাপ্তি।