Sayani Banerjee

Inspirational

1.4  

Sayani Banerjee

Inspirational

স্বীকারোক্তি

স্বীকারোক্তি

2 mins
634


সুজাতার সাথে সৌম্যর যবে থেকে বিয়ের ঠিক হয়েছে, সৌম্যর বাড়ির সকলেই সুজাতাকে লক্ষ্মী বলে মনে করে l মাত্র কয়েক সপ্তাহে পরপর যেন সুসংবাদের ঢল নেমেছে বাড়িতে l দুজনের আশীর্বাদের দিন স্থির হলো l বাড়ি ভর্তি সেদিন লোকজন l লাল টুকটুকে শাড়ী তে সুজাতা তখন আশীর্বাদের পিঁড়িতে l হঠাৎ সুজাতার কানে এলো নিমন্ত্রিতদের একজন বলছে , " বেশ সতী লক্ষ্মী বৌ হয়েছে " l কথাটা কোথাও সূঁচের মতো বিধলো সুজাতার l 

- না, আর দেরি করা উচিৎ হবেনা l এখনই সৌম্য কে সবটা জানাতে হবে l কিছুতেই আমি ওকে ঠকাতে পারবোনাl 


দৌড়ে সুজাতা তখন তার হবু স্বামীর মুখোমুখি l 


জীবনের সবচেয়ে বড় সত্যি তার নতুন জীবন শুরুর আগে জানাতেই হবে নইলে সে হয়তো নিজেকে ক্ষমা করতে পারবেনা l সারাজীবন একজন ভালো মানুষকে ঠকানোর যন্ত্রনায় গুমরে যাবে l অনেক কথা চেপে রাখা , ছলছলে দুচোখ তখন সৌম্য কে বুঝিয়ে দিয়েছে অনেকটাই হয়তো এখনো জানা বাকি থেকে গেছে l 

কাঁপা কাঁপা গলায় সুজাতা বলে , 

- আমি তোমার সতী লক্ষ্মী বৌ নই l আমি তোমার চির অসতী সঙ্গী l ভুল মানুষকে ভালোবেসে প্রথম গর্ভের ভ্রূণকে মেরেছি আমি l আমি ঠকেছি কিন্তু ঠকাতে চাইনা তোমায় l আমি সতী নই , নই ........

বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো সুজাতা l 

কাঁধে হাত রেখে সৌম্য বলে , 

- নির্দ্বিধায় তোমার স্বীকারোক্তি আবার প্রমাণ করলো সুজাতা নারীরা শরীরে নয়, অন্তরের শুদ্ধতায় সতী হয় l তোমার প্রতি আমার সম্মান আজ থেকে আরো বেড়ে গেল l যে সম্পর্কের স্বচ্ছতা বোঝে সেই মেয়েই আমার আদর্শ জীবনসঙ্গী l 


উলু ধ্বনি আর শঙ্খের সুরে সম্পূর্ণ হলো ওদের আশীর্বাদ l


Rate this content
Log in

Similar bengali story from Inspirational