Participate in 31 Days : 31 Writing Prompts Season 3 contest and win a chance to get your ebook published
Participate in 31 Days : 31 Writing Prompts Season 3 contest and win a chance to get your ebook published

Sayani Banerjee

Inspirational


2.8  

Sayani Banerjee

Inspirational


প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন

2 mins 750 2 mins 750

"তোমার অসীমে ,প্রাণ মন লয়ে "-চা এর কাপ হাতে দক্ষিণের বারান্দায় খোলা গলায় গান ধরলো প্রমিতা।বেশ কিছু বছর আগে ক্যাম্পাসের বিজয়া সম্মেলনীতে প্রমিতা গান গাইতে স্টেজে উঠলে সে দেখলো অনেক চেয়ার ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে।আর চেয়ার এ বসে থাকা মানুষ গুলো ছেড়ে যাচ্ছে কিছু ব্যঙ্গাত্মক হাসি আর অবজ্ঞার আচরণ।সেদিন সামনে বসে থাকা এক বয়স্ক মহিলা প্রমিতার ঘাবড়ে যাওয়া মুখ দেখে ভরসা দিয়ে বলেছিলেন ,"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।"ভরসায় বুক বেঁধে সেই থেকে প্রমিতার গানের অনুষ্ঠানের পথ চলা শুরু।আজ দেখতে দেখতে সাতটা বছর পেরিয়ে গেছে।ঝুলিতে এসেছে অনেক সম্মান ,অর্থ,যশ আর তার পাশাপাশি অনেক কটূক্তি,ব্যঙ্গ,অপমান।প্রথম যেদিন প্রমিতা ওর বাবা মা কে জানিয়েছিল যে ও পার্থ সরকার থেকে প্রমিতা সরকার হতে চায় ,সেদিন সমাজের কিছু কুরুচিপূর্ণ,অবমাননা আর অযাচিত প্রশ্নের ভয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলেছিলেন প্রমিতার বাবা।আমাদের সমাজ যে বোরো অদ্ভুত।দূর থেকে দেখা মানুষ গুলোর মুখে মুখোশের যে কত স্তর আছে তা বোঝা অসম্ভব।তাদের কৌতূহল ভরা প্রশ্নবাণের সম্মুখীন হতে ভয় পেয়ে সেদিন পার্থ ওরফে প্রমিতাকে অস্বীকার করেছিলেন তিনি।এরপর পেরিয়ে গেছে অনেকগুলো দিন।প্রমিতার বাবা মিথ্যে কিছু কথায় নিজেকে ভুলিয়ে ,সমাজকেও ভুলিয়ে রেখে আজও এক অজানা ঘোরের ভিতর বাস করেন। 


সেদিন ছিল রবিবার।বাড়িতে এক বসে টিভির চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ একটি চ্যানেলে দেখলেন -সাক্ষাৎকারপর্বে উপস্থিত 

সফল গায়িকা রূপান্তরিত প্রমিতা সরকার।চেয়ার এর হাতল দুটো শক্ত করে ধরে জল ভরা ঝাপসা চোখে তখন পর্দার ওপারে বাবার আদরের পার্থ।কিন্তু প্রমিতার কথায় তাদের প্রতি নেই কোনো অভিমান,অভিযোগ।সাফল্যের আকাশ ছুঁয়ে সে প্রমান করেছে সাফল্য নারী বা পুরুষের কাছে আসে না,আসে মানুষের কাছে।কিছু মুখোশধারী মানুষের তিরস্কার জেদ হয়ে পুরস্কার রূপে এসেছে তার ঝুলিতে।

তিন দিন পর বাড়িতে বিরাট অনুষ্ঠানের আয়োজন।ফুল দিয়ে সাজানো গোটা বাড়িতে আজ আবার ফিরছে বাড়ির ছেলে--- না ছেলে না--গর্বিত বাবার সন্তান প্রমিতা সরকার।নিমন্ত্রিতদের আড়াল থেকে একজন বলে উঠলেন-'একজন হিজড়ার জন্য এতো বাড়াবাড়ি---ঘরের ভেতর থেকে ভেসে এলো প্রমিতার গলায় রেকর্ডিং,"ছোড়ো বেকার কি বাতও মে কাহিন বিত না যায় রায়না,

কুছ তো লোগ কেহেঙ্গে/লোগোকা কাম হ্যা কেহেনা"---।।


Rate this content
Log in

More bengali story from Sayani Banerjee

Similar bengali story from Inspirational