পুরোনো প্রেমের প্রথম প্রয়াস
পুরোনো প্রেমের প্রথম প্রয়াস
পড়ন্ত বিকেল ।অফিসে আজ পৌষালীর শেষ দিন । পৌষালী গ্যাংটকের মেয়ে , ভালো বাংলা বলতে পারে না। জীবনে কাজের সুত্রেই নাকি কলকাতা এসেছে।অফিসে পৌষালির মন আজ খুবই
খারাপ। কারণ দিনের ৯ থেকে ১০ ঘণ্টা সে এই মানুস গুলোর সাথেই কাটাত।কাল থেকে হয়ত এদের সঙ্গে কোন দিনই দেখা হবে না । থাকবে না , রোহণের টিফিন, রিতাভরির সাথে ফিস ফিস করে করা gossip।
থাকবে না সুমন জীর গুড নাইট না বলে প্রোজেক্ট টা কাল দেবে বলে চিৎকার। সবই সে মিস করবে। এসব ভেবেই তার মন খারাপ হছিল। এরই মাঝে কারও মনে বিষন্নতার মেঘ জমা হচ্ছিল । কখন যে সেটা চোখ দিয়ে বৃষ্টি হয়ে নেমে
আসবে, তাই নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল আনিদার। এমনিতে সাধারণত কথা কম বলে তবে আজ বিদায় বেলায় সে প্রশ্ন করেই উঠল ঃ
" তবে কাল থেকে কি আর আসবে না?"
প্রশ্নটা শুনে পৌষালী হঠাৎ চমকে উঠে , নিজেরর একান্ত চিন্তার ইতি ঘটাল।
"কি গো উত্তর দিলে না তো" - আনিদার মন তখন চাতক পাখির মত ব্যাকুল শুধু দুমুহূর্ত কথা বলবে বলে ।
"না গো আনি দা আসবো না, আজই শেষ দিন'"
" পৌষালী তুমি শুধু শুধু চাকরিটা ছাড়তে গেলে"
" না গো আর হচ্ছে না , চাকরি টা আমায় ছারতেই হত"
" তবে তুমি সত্যি আসবে না , তোমায় ছাড়া এই অফিসটাই কেমন ফাঁকা ফাঁকা লাগবে। বড্ড একা হয়ে যাবে যে সব্বাই"
" সবাই একা হয়ে যাবে নাকি , তুমি একা হয়ে যাবে বলো? আনিদা এসেছি যখন, তখন তো একদিন যেতেই হবে। চির দিন তো আর থেকে যেতে পারি না। একদিন তো যেতেই হবে।"
"কিন্তু পৌষালী না গেলেই কি হত না? যদি আর কয়েকটা দিন না হয় কাজ করেই যেতে আমাদের সাথে, তাতে কি বা ক্ষতি হত।"
হঠাৎ পৌষালির ফোনটা সপ্তম সুরে বেজে উঠে কোন না বলা এক পুরনো প্রেমের প্রথম প্রয়াসে ইতি টানল।
ফোনের ওপার থেকে -" কি গো তাড়াতাড়ি এসো"
পৌষালী বলল" হ্যাঁ গো আসছি। এই একটু কথা বলছি ..."
কথা শেষ হতে দিল না , বলে উঠল - "It is to ridiculous, Poushali.Be punctual.We will miss our flight. Don't be idiot."
পৌষালী বলল, " চিন্তা করো না, আমি আসছি"
( আনিদার দিকে তাকিয়ে পৌষালী বলল)
" ভালো থেকো , পারলে শরীরের যত্ন নিও। তুমি মানুষটা বড্ড ভালো। চলো আসছি।"
এই বলে ধীরে ধীরে পৌষালী অফিসের শেষ দরজাটা পেরিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল।

