Supam Roy

Drama


2  

Supam Roy

Drama


পড়ানোর টাকাগুলো ফেরাতে হবে

পড়ানোর টাকাগুলো ফেরাতে হবে

1 min 4.4K 1 min 4.4K

ছেলেটির নাম ইন্দ্রজিৎ । বয়স হবে ২৯ বা ৩০ । ইন্জ্ঞিনিয়ারিং পাশ করার পর বেসরকারি ভালো একটি কোম্পানিতে কাজ করছে প্রায় ৮ বছর হল । মাস গেলে ভালো বেতন । বাবা - মা'র শর্ত প্রেম করে ঘরে বউ আনা চলবে না । ২৫ - ৩০টা মেয়ে দেখার পর শেষে ১জনকে পছন্দ হল । মেয়েটি দেখতে সুন্দর, ভাল নাচ জানে এবং একটি বেসরকারি কোম্পানিতে এইচ আরে-র পদে কাজ করে । মেয়েটির নাম জয়ন্তীকা । গত ১ মাস ধরে তারা একজন আরেকজনের সঙ্গে মেলামেশা এবং কথা বলে সময় কাটিয়েছে । তারা দু'জন দু'জনকে পছন্দ করে । এখনও বিয়ের তারিখ, দেনা-পাওনার কথা কিছুই ঠিক হয়নি ।

আজ সকালে চা-এর টেবিলে বসে ইন্দ্রের বাবা ইন্দ্রের মা-কে বলল, "শোনো গিন্নী, ইন্দ্রের পড়ানোর জন্য আমার লাখ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে । এখন সেই পড়ানোর টাকাগুলো ঘরে ফিরিয়ে আনার সময় । মেয়ের বাবাই হচ্ছে সেই কল । আজ বিকেলেতো মেয়ের বাড়ি যাচ্ছি, জিনিস দাবিতে যেন কোনও রকম কার্পণ্য করো না । এইবার ঘরটা ইচ্ছে মতো সাজিয়ে নিও । আমাদের পরেতো ছেলে আর ছেলের বউ-ই এইসব ভোগ করবে ।"


Rate this content
Log in

More bengali story from Supam Roy

Similar bengali story from Drama