মনে রেখে দেব
মনে রেখে দেব
একজন আবেগহীন মানুষের গল্প। নিজেকে ছাড়া বাকি কাউকে সে চেনে না। অনেকের মাঝে থেকেও
জীবনের আয়নায় শুধু নিজের প্রতিফলন চোখে পড়ে এই মানুষটির। কুন্দন। যার সামনে আচমকা একদিন হাজির হয় কালবৈশাখি। এলোমেলো হয়ে যায় সব। কিছু মুখ উঁকি দেয় সামনে। পাল্টে যায়
দৃষ্টিভঙ্গি। কী এমন হয় কুন্দনের জীবনে? তারই অন্বেষন।