জীবন যখন অন্যরকম
জীবন যখন অন্যরকম


পেশায় কার্টুনিস্ট নেমেছিল সমুদ্রে সূচ খুঁজতে। ফুল। জানত অসম্ভব। কিন্তু নিশ্চিত ছিল পারবে। কয়েক যুগ আগে হারিয়ে যাওয়া একটা লোককে নিয়ে আসতে পারবে রামধনুর তলায়।
গোধূলি লগ্নে। ভালবেসে, ভালবাসার মানুষকে সারপ্রাইজ দিতে বদ্ধপরিকর ফুলের সামনেটা শুরু থেকেই ছিল প্রতিকূলতায় ভরা। সবাইকে অগ্রাহ্য করে বাস্তবের সঙ্গে যুদ্ধে নেমেছিল ফুল। শেষ পর্যন্ত?