জীবন মন্ত্র
জীবন মন্ত্র
আজকের সান্ধ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে পুরস্কৃত হলেন বিশিষ্ট সমাজসেবী অবিনাশ রায় মহাশয়।
তারপর রাষ্ট্রপতি মহাশয় অবিনাশ বাবুর "এসো মানুষের পাশে দাঁড়াই" সংস্থার আরো অগ্রগতির জন্য এককোটি টাকার চেক তুলে দিলেন।
মঞ্চে অবিনাশ বাবুকে কিছু বলার অনুরোধে যখন তিনি মঞ্চে আসেন তখন তাঁর স্মৃতির আবেগমাখা চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে সেই সব দিনগুলো যখন তাঁর এই মানুষের পাশে দাঁড়ানোর অভিযানের প্রারম্ভে কাউকেই কাছে পাননি। তারপর "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে" এই জীবন মন্ত্রে নিজেকে দীক্ষিত করে কত সংগ্রাম সংঘর্ষের মধ্য দিয়ে আজ এই মঞ্চে।