ব্যর্থ প্রেমকাহিনী
ব্যর্থ প্রেমকাহিনী
কলমে~🎨ক্যানভাসে রঙের ছটা🎨
রাত্রি বারোটা,,,,, সমস্ত কাজ সেরে রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালো আশালতা,,,,, রেলিংয়ে হাত রেখে আকাশপানে তাকিয়ে রইলো বেশ কিছুক্ষন,,,,, সকালে বলা লোকের বিদ্রপূপূর্ণ কথাবার্তা কানের কাছে এখনও বাজছে,,,,, ঘন কালো মেঘ পুঞ্জ ঢাকা দিয়ে রেখেছে রূপালী চাঁদটাকে,,,,,মনে হচ্ছে যেন চাঁদের সমস্ত কষ্টটাকে সবার কাছ থেকে লুকোতে সাহায্য করছে ওরা,,,,সেদিকে একবার তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো আশালতা,,,,, রান্না করতে গিয়ে ফোস্কা পড়েছে হাতে,,,,,, কষ্ট আর চেপে রাখতে পারলো না চোখের কোল বেয়ে নেমে এলো অজস্র অশ্রুবিন্দু,,,,, ফুঁপিয়ে কেঁদে ওঠে আশালতা,,,,, দোলনার উপর বসে ওই কালো আকাশে মিটমিট করে জ্বলা তারাটার উপর করে হাজারো অভিযোগ,,,,অভিমান!.... নিজের সমস্ত কষ্টটার কথা তারাটার উদ্দেশ্যে বলে নিজেকে হালকা করতে চাই আশালতা......
"ভালো লাগছে বলো ওই খানে থাকতে? লক্ষ লক্ষ তারার মাঝে থাকতে ভীষণ ভালো লাগছে তোমার তাই না? আর এই কালো পৃথিবীতে আমাকে একা রেখে চলে গিয়ে শান্তি পেয়েছ তাইনা জয়? ছোটো থেকে তোমাকে জ্বালানোর শাস্তি দিচ্ছ নাকি এখন?এভাবে আমাকে একা করে দিয়ে?..... তোমার নাম তো মৃত্যুঞ্জয়....মৃত্যু কে জয় করেছে যে,,,,, তাহলে বাস্তবে কীকরে হেরে গেলে সামান্য মৃত্যুর কাছে?..... আমাকে বাঁচাতে গিয়ে স্বার্থপর এর মত নিজের জীবনটা কেন বলিদান দিলে তুমি?.... কেন জয় কেন?..... একটিবার আমার কথা ভাবলে না? ভাবলে না তোমার আশু তোমাকে ছাড়া কিভাবে বাঁচবে? ..... লোকে যখন বলে 'বিয়ে না হয়েও কেমন সিঁদুর পড়ে সধবা সেজে ড্যাংড্যাং করে ঘুরে বেড়াচ্ছে,,,,, বিয়ের আগেই বর কে খেয়ে নিয়েছে,,,,, এ কেমন নোংরা মেয়ে নিশ্চয় অন্য কোথাও লটরপটর আছে তাই তো এত সাজ,,,,, মা বাবার ঘাড়ে উঠে বসে আছে এখনও',,,,,ইত্যাদি ইত্যাদি খুব খারাপ লাগে জানো?,,,,, তবে এখন আর ওসব পাত্তা দিই না,,,,,, অন্তিম সময়ে তোমার হাত থেকে পড়া সিঁদুর এই সিঁথি থেকে মুছিনি আমি আর না মুছবো কখনো.....সামান্য টিউশন পরিয়ে যে টাকা পাই তাতে সংসার চলে না জেনেও বেশি রাত পর্যন্ত টিউশন পড়াতে পায়না,,,, সমাজ,,,, এই সমাজ কি বলবে? আমাকে যে ঠাঁই দিয়েছে এই সমাজে ওটাই অনেক,,,,,, অনেক ভেবেছি যে মরে যায়,,,,, এটাই একমাত্র উপায় ,,,,, কিন্তু না তুমি তা হতে দেবেনা.... মরতে গেলেও ঠিক বাঁচিয়ে দাও,,,,, কেন গো জয়?কেন? আমাকে ছাড়া থাকতে তোমার সত্যিই ভালো লাগে নাকি?.... আজ সেই দিন ,,,,, দুটো বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম,,,,,, কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ জয়? এবার মুক্তি দাও ,,,,, আমাকে তোমার পৃথিবীতে নিয়ে চলো,,,,, আমি তোমাকে স্পর্শ করতে চাই জয়..... তোমার ভালোবাসা মাখা আদর গ্রহণ করতে চাই আমি,,,, তোমার আর আমার দুজনের একটা ছোট্ট মিষ্টি সংসার চাই,,,,,, তুমি বলেছিলে দুটো বছরে আমি মুভ অন করে যাবো,,,,, কিন্তু দেখো তা হয়নি,,,, আমার ভালোবাসা টা তোমার মতোই নিস্বার্থ,,,,, তোমার মতই স্নিগ্ধ,,,,, সময় তো শেষ বলো?.... তাহলে এখনও কেন এত অপেক্ষা?.... এসো জয়..... আমাকে নিয়ে যাও,,,,,, এসো......."
হঠাৎ কোত্থেকে ঝোড়ো বাতাস এসে ঝাপটা মারলো আশালতা র শরীরে.... এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে গেলো ও,,,,, কেও একটা কানে ফিসফিস করে বললো "সমস্ত অন্তহীন অপেক্ষার অবসান ঘটলো আজ,,,,, আমাদের প্রেম ব্যর্থ এই পৃথিবীর মাটিতে....আজ আবারও মিলেমিশে এক হলাম আমরা,,,,,, এই পৃথিবী আমাদের নয় আশু,,,,, চলো আমার রাজ্যে,,,,, সহস্র তারাদের মাঝে ওই ছোট্ট ঘরটা আমাদের.....কি যাবে তো আশু?....."
"নিয়ে চলো আমাকে জয়...আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই,,,,ভালোবাসতে চাই তোমাকে....." আঁখিদুটো মুজে প্রবল আবেগ নিয়ে বলে আশালতা।
কপালে গভীর ভাবে চুম্বন করে মৃত্যুঞ্জয় আর আশালতা দোলনায় মিলেমিশে একাকার হয়ে যায়,,,, তারা গুলোর ফাঁক দিয়ে সাদা একটা সিড়ি নেমে আসে,,,,, লাল শাড়ি পরে আশালতা এবং সাদা স্যুটে মৃত্যুঞ্জয় একে অপরের হাত ধরে উঠতে থাকে সেই সিড়ি বরাবর,,,,, পেছনে তাকাতে দেখে দোলনায় শুয়ে আছে আশালতার ফ্যাকাশে হয়ে যাওয়া প্রাণহীন শরীর টা,,,,, সেদিকে তাকিয়ে মৃদু হেসে মৃত্যুঞ্জয় এর হাতে হাত রেখে পাড়ি জমায় সুদূরে,,,,, এই কালো পৃথিবীতে আবারও রচিত হয় আরো একটা প্রেমের উপাখ্যান,,,, হেরে যাওয়া আরেকটা ভালোবাসার গল্প,,,,, যেখানে নেই কোনো স্বার্থ,,,, নেই কোনো হার জিত,,,, আছে কেবল এক আকাশ বিশ্বাস,,,,, সমুদ্রের জলের মত গভীর আর অফুরন্ত ভালোবাসা,,,,পৃথিবীর বুকে আবারও খচিত হয় এক ব্যর্থ প্রেমকাহিনী.......
~•সমাপ্ত•~
(কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন.... ভালো লাগলে আমায় ফলো করবেন ধন্যবাদ 🙏😊)

