Omar Faruk

Drama Others Children Stories Comedy

3.5  

Omar Faruk

Drama Others Children Stories Comedy

বংশ ধর

বংশ ধর

1 min
146


 

অহংকার পতনের মূল , 

কৃপন হিংসার বংশ ধর !

তাদের বাবা লোভী এসে বাহবা কয় !

কৃপন ব্যাক্তি অসহায় দিন কাঁটায় ,

ধন সম্পদ থাকলে ও -

করে শুধু নাইরে নাই !

হিংসা বিদ্বেষ যমজ ভাই ,

লোভ এসে ভিড় জমায় !

লোভী আবার ছল চাতুরী ,

বিস্তার করে মায়ার জাল !

স্বার্থপরের ঘাড়ে বসে ,

করে শুধু তাল মাতাল !

হিংসা বিদ্বেষ গীবত এরা ,

চাচা তো ফুফা তো মামা তো ভাই ,

লোভ লালসার খপ্পরে - 

তাদের কোন রক্ষা নাই !

লোভ লালসা সুবিধা ভোগী ,

স্বার্থপরের আরেক রুপ !

মির্জাপরের নাতি পুতি ,

মনের ভিতর অসুর রুপ !

অহংকারীর অহংকারে -

মনের ভিতর আসে ভয় ,

অত্যাচারীর বন্ধু রুপে ,

মানব সমাজ ধ্বংশ হয় !

 দুর্নীতি আর লুটতরাজ,

চোর কে বাহবা কয় !

সন্ত্রাস আর গুম খুন , 

জলদস্যুর বংশ ধর ।

তাদের পিতা জলুমবাজ ,

পুত্র বলে স্বীকার কয় !


Rate this content
Log in

Similar bengali story from Drama