STORYMIRROR

স্বপ্নচারিণী ছদ্মনামী

Romance Others

4  

স্বপ্নচারিণী ছদ্মনামী

Romance Others

ভালোবাসি প্রিয়

ভালোবাসি প্রিয়

1 min
424

সৈকত: প্রিয় প্রিয় কোথায় তুই?? পড়তে এলি না কেন আজ??সোনা মা !! সোনা মা!! কোথায় তোমার মোহু?? পড়াশুনা কি ও ছেড়ে দেবে বলেই ঠিক করেছে??


মিতালীদেবী: আমাকে কি বলছিস রে সৈকত,, তার খবর তো স্বয়ং ভগবানও জানেন না,,এই বদমাইশ মেয়েকে নিয়ে যে আমি কি করবো?? এতো দুষ্টু!! দেখ কার আমবাগান বা কার পেয়ারা বাগানে গিয়ে পেত্নীর মতো বসে রয়েছে,,


সৈকত:একবার ওকে পাই ওর হচ্ছে আজ!!


মিতালীদেবী: সে তুমি মুখেই বলো বাবু!!আসলে তো তাকে ঐ দুটো গালমন্দ ছাড়া আর কিছুই বলতে পারো না,,


সৈকত:আসলে ও এমন করে,,যে ওকে কিছু বলতেই পারি না যে সোনা মা!!


মিতালীদেবী: না রে সৈকত ওকে একটু শাসন করিস,, তোকে ছাড়া আর কাউকেই ভয় পায় না মেয়েটা,,


সৈকত: শেষে ভয় পেয়ে যদি আমায় ছেড়ে চলে যায় তখন!!


মিতালীদেবী: তোর আর মহুর যে গাটঁছড়া বাধা হয়ে গেছে যে সৈকত,, কেউ তোদের আলাদা করতে পারবে না,,মোহু ঠিক বুঝবে,,তুই দেখিস,,


সৈকত: আচ্ছা আমি আসি,, দেখি পাগলিটা কোথায় গেলো!!


মিতালীদেবী: পাগল একটা নিজেই !!(বলে হাসতে থাকেন)


চলবে ...... পরের পর্বে গল্পের চরিত্রদের সঙ্গে পরিচয় করাবো,,কেমন লাগলো পর্বটা জানাতে ভুলবেন না,, আর ভালো লাগলে ফলো করবেন 😊


Rate this content
Log in

Similar bengali story from Romance