STORYMIRROR

স্বপ্নচারিণী ছদ্মনামী

Others

4  

স্বপ্নচারিণী ছদ্মনামী

Others

ভালোবাসি প্রিয় ❤️

ভালোবাসি প্রিয় ❤️

1 min
440

সৈকত: প্রিয় প্রিয় কোথায় তুই?? আজ পড়তে এলি না কেন?? সামনে পরীক্ষা কি ভুলে গেলি?? সোনা মা ,, সোনা মা,, তোমার মোহু কোথায়??


মিতালীদেবী: দেখ সে গিয়ে কোন আমবাগান - জামবাগানে পেত্নীর মতো পা ঝুলিয়ে বসে রয়েছে,, কারোর কথা কি সে কানে তোলে?? সে কোথায় তা স্বয়ং ভগবান ও জানেন না ,,


সৈকত: আজ ওকে একবার পাই দেখো আমি কি করি!!


মিতালীদেবী: তুই কিছুই করতে পারবি না সৈকত,, ঐ দু এক বার কানমুলে দিবি,, আর বড়োজোর আধঘণ্টা নিলডাউন করিয়ে রাখবি,, এর চেয়ে বেশি কিছু তুই করিসই বা কি?? শুধু তোকেই ভয় পায় মেয়েটা ,, একটু শাসনে রাখিস মেয়েটাকে,,


সৈকত: বড্ডো ভয় করে গো সোনা মা,, যদি ও রাগ করে দূরে সরে যায় আমার থেকে,, তবে যে আমি শেষ হয়ে যাবো,,


মিতালীদেবী: মোহু তোর থেকে দূরে যেতে পারবেই না,, তোদের যে গাটঁছড়া বাঁধা হয়ে গেছে রে সৈকত,, চিন্তা করিস না,,মোহু ঠিক বুঝবে,,


সৈকত: আচ্ছা ছাড়ো,, আমি দেখি কোথায় গেলো পাগলিটা!!


মিতালীদেবী: তুই নিজেও যে একটা পাগল রে সৈকত!!(বলে হেসে ফেলেন)


চলবে......পরের পর্বে গল্পের চরিত্রদের সঙ্গে পরিচয় করাবো,, কেমন হতে চলেছে গল্পটা রিভিউ দিতে ভুলবেন না,, আর অবশ্যই ভালো লাগলে ফলো করবেন 😊

 


Rate this content
Log in