STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Romance Tragedy Inspirational

3  

POET MD HEDAETUL ISLAM

Romance Tragedy Inspirational

ভালোবাসার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম

ভালোবাসার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম

2 mins
379

ভালোবাসা হচ্ছে এক মহৎ কল্যাণী বিষয় যা মানুষকে মহান করে। মানুষ জীব ও জগৎকে ভালোবেসে কোনো ভালো কাজ করলে সেটি অবশ্যই ভালো কিছু দিবে আজ অথবা কাল। ভালোবাসা স্বর্গীয় ভালবাসা মহান। ভালোবাসা আছে বলেই আজও পৃথিবীতে মানুষ বেঁচে আছে। ভালোবাসা আছে বলেই পৃথিবীটা আজও সুন্দর লাগে। ভালোবাসা আছে দেখেই পৃথিবীতে আজও ভালো কাজ হয় পৃথিবীতে যতদিন ভালোবাসা থাকবে ততদিন এই পৃথিবীতে ভালো কাজ হবে। যার মাঝে ভালোবাসার নেই সে কোন মানুষ নয়। ভালোবাসা মানুষকে কিংবদন্তি বানাতে পারে। ভালোবাসা আছে বলেই আজও মানুষ কাঁদে। ভালোবাসা আছে বলেই আজও মানুষ হাসে। ভালোবাসা আছে বলেই জীবনের গুরুত্ব আছে। ভালোবাসা আছে বলেই কাজের গুরুত্ব আছে। ভালোবাসা আছে বলেই সময়ের গুরুত্ব আছে। ভালোবাসা আছে বলেই পরিবার ও সমাজের গুরুত্ব আছে। ভালোবাসা আছে বলেই পৃথিবীর গুরুত্ব রয়েছে। ভালোবাসা আছে বলেই মানুষগুণী হয় । ভালোবাসা আছে বলেই মানুষ জ্ঞানী হয়। ভালোবাসা আছে বলেই মা তার সন্তানকে বুকের দুধ দেয়। ভালোবাসা আছে বলেই মানুষ অজস্র কষ্ট সহ্য করে। ভালোবাসা আছে বলেই মানুষ ধৈর্য ধরতে জানে। ভালোবাসা আছে বলেই মানুষ বিনয়ী হয়। ভালোবাসা আছে বলেই হাজারো বাধা বিপত্তি থাকার পরেও মানুষ এগিয়ে যায়। ভালোবাসা আছে বলেই মানুষ শান্তি পায়। ভালোবাসা আছে বলেই পর মানুষ আপন হয়ে যায়। ভালোবাসা আছে বলেই আজও পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষ মানুষের জন্য কাঁদে মানুষ মানুষের জন্য কাজ করে মানুষ মানুষের জন্য বেঁচে থাকে ‌। ভালোবাসা আছে বলেই ভয়কে জয় করে। ভালোবাসা আছে বলেই মানুষ মানুষকে শ্রদ্ধা করে। যেখানে ভালোবাসা নেই সেখানে শান্তি নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে সুখ নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে স্বপ্ন নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে নতুন উদ্ভাবন নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে বিনয় নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে ধৈর্য নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে শৃঙ্খলা নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে হিংস্রতা জন্ম নেয়। যেখানে ভালোবাসা নেই সেখানে হিংসার জন্ম হয়। যেখানে ভালোবাসা নেই সেখানে দুর্নীতি জন্ম নেয়। যেখানে ভালোবাসা নেই সেখানে মিথ্যের জন্ম হয়। যেখানে ভালোবাসা নেই সেখানে সৌন্দর্য নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে ঐতিহ্য নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে মানব কল্যাণ নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে অহংকার এর জন্ম হয়। যেখানে ভালোবাসা নেই সেখানে বিশ্বাস নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে মর্যাদা নেই। এক কথায় ভালোবাসা ছাড়া মানব জীবন অচল অথর্ব অর্থহীন। যেখানে ভালোবাসা নেই সেখানে মানবিকতা নেই। ভালোবাসা আছে বলেই আজো বহু মানুষ মানবিক এই পৃথিবীতে। মানব হিতার্থের জন্যই ভালবাসার প্রয়োজনীয়তা অপরিসীম।ভালোবাসা আছে বলেই মানুষ মানুষকে সম্মান করে। সকল কল্যাণকর কাজে ভালোবাসা এর গুরুত্ব অপরিসীম। মানব জীবনে সর্বক্ষেত্রে ভালোবাসা রাখা দরকার। ভালোবাসা দিয়ে বোনের পশুকেও বাধ্য বানানো যায়। ভালোবাসা দিয়ে অনাস্থা ও অকল্যাণ দূর করা যায়। ভালোবাসা দিয়ে অশান্তির জায়গাটিও শান্তিময় করা সম্ভব। ভালোবাসার মানুষকে মহৎ করে। ভালোবাসা মানুষের মাঝে দয়া মায়ার সৃষ্টি করে। ভালোবাসা মানুষের মাঝে ক্ষমা গুণের সৃষ্টি করে।ভালোবাসা মানুষকে অমর করতে পারে। তাই মানব জীবনে ভালোবাসার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।



Rate this content
Log in

Similar bengali story from Romance