Ami Ram ; Part -2
Ami Ram ; Part -2
সাহস ও শক্তি
রাম এর সাহসিকতা সম্পর্কে এই পাড়াতে সবার এ জানা। তাই সবার এক দেখাতে ই রাম কে চেনে। কারণ পড়ার এই প্রান্তে কোনো কুকুর থাকেনা। টি এক সময় খুব চোরের উৎপাতে মানুষের টাকা দায় হতো। যেদিন থেকে রাম পাড়ার এই দিকে থাকে 3 খানা চোর ধর পড়েছে। বাচ্চা থেকে বুড়ো তাই তাকে দেখলে কিছু না কিছু খাবার দেয়। কারণ রাম কে চেনা সহজ। রোগা লাল কালো ছোপ ছোপ কুকুর এ পাডায় কাছাকাছি কথাও নেই। কেউ কেউ রাম এর জন্য আবার মন্দির এর পেছনে গাছের তলায় খাবার রেখে আসে। আবার কেউ পাড়ার এক কোন ওর জন্য খাবার রেখে দেয়। রাম বোঝতে পারে না যে এই কয়েকদিন আগে যে শুধু নর্দমা থেকে খবর তুলে খেত আজ তার কাছে এত ভালো ভালো খাবার। এখন ত্র আর নর্দমার খাবার খেতে ভালো লাগে না। কিন্তু সে ভীষণ মিস করে নর্দমা থেকে কষ্ট করে খাওয়া। সে যাই হোক না কেনো তার এখন উদ্যেশ্য কি ভাবে জানা যায় যে পাড়ার গলিতে কোন কুকুর কাঁদে বা কেনো কাঁদে?
এদিকে দলে এক প্রচন্ড ঝামেলা র সৃষ্টি হয় তিনটে দল এ রাম কে শাস্তি দেওয়ার জন্য কি করা উচিত তার চিন্তায় ব্যস্ত। এক দিকে রাম , কিনা ছোট রোগা বজ্জাত কুকুর সে অক্সি র মত মহান নেতা র বিরুদ্ধে আওয়াজ তোলে তাও আবার অজানা এক কুকুর এর জন্য। সমস্ত দল তখন রামের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে ।
" রাম কে শাস্তি পেতে ই হবে " অক্সি ,দলের নেতা বলে উঠলো। "আমাদের দলের সদস্য না হয়েও আমাদের মুখে লাগার অধিকার ওর নেই, এমন কি ওর জন্য আমাদের কে মানুষদের তারা খেতে হচ্ছে।"
"আমার মনে হয় আমাদের কিছু ভুল হচ্ছে, আমাদের দলের নেতার নিয়ম সমস্ত সদস্য দের মানতে হবে এটা নিয়ম ঠিক ই, কিন্তু রাম এই দলের সদস্য নয়" ম্যাগি বলে উঠলো। ভলু বললো" আমার মনে হয় ম্যাগি আমাদের নেতা র কথা শুনতে চায়না।" সবাই ম্যাগি র বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ম্যাগি কিছু বলতে পারে না ।
সবাই এই সিদ্ধান্তে এলো যে রাম কে এই পাড়া থেকে এই পুরো জায়গা থেকে ই তাড়িয়ে বের করা হবে। যাতে সে বাধ্য হয়ে দূরে জঙ্গল এ চলে যেতে বা পাশের পাড়া তে চলে যেতে। জঙ্গলে গেলে ওকে নেকড়ে বাঘ এ খাবে, পাশে পাড়াতে গেলেও সে তাড়া খেয়ে জঙ্গলে যেতে বাধ্য হবে । তাই ঠিক হলো। পর দিন সকাল এ রাম যখন বাচ্চা দের রাত পার করতে আসবে করে ঘিরে ধরে, কামড়ে তাড়িয়ে নিয়ে যেতে হবে ।
যথারীতি সারা রাত জেগে পাহাদারি করার পর সেই সাধারণ কুকুর রাম দায়িত্ব বোধের টানে বাচ্চাদের রাস্তা পার করার জন্য তার রাগী চোখ লোকটাকে দেখানো জন্য রওনা দিলো। সে জানতো না আজ তার জন্য কি কি অপেক্ষা করছে।
যথারীতি বাচ্চাদের রাস্তা পার করার পর সে যখন আবার মন্দিরের দিকে ফিরতে রওনা হবে ঠিক তখনই দেখে ওর সামনে ৬-৭ টা কুকুর। ওর দিকে দাঁত খিচিয়ে এগিয়ে আসছে। রামের বুঝতে বাকি রইলনা যে কেনো এরম ঘটছে! কিন্তু রাম বড্ড জেদী, ভয় লাগে তারও কিন্তু ভয়ে যে পিছু পা হতে হয় তা তার অজানা ছিল। রোগা কুকুর টা ৬-৭ টা বড় বড় কুকুর এর সামনে এভাবে রুখে দাঁড়াতে কিছু টা হলেও অক্সি ভলুরা ঘাবড়ে গেল। জায়গাটা জন শূন্য ছিল। তাই মানুষরা যে তাদের ঝামেলা আটকাবে তার কোনো সুযোগ ছিলনা। রাম এর পিছু পা না হওয়া যে রামের সাস্থের পক্ষে খারাপ সেটা তো সে জানতোই। তেড়ে এসে ভলু দিল এক কামড়। রাম ও খান্ত হলো না ভলুর পিছনের পা তে কামড়ে ধরল , আর দাঁত দিল বসিয়ে। রামের গায়ের ওপর পড়লো অঝোরে আঁচড় আর কামড়। রাম এর ব্যাথায় আর যন্ত্রণায় জ্ঞান হারানোর হাল, কিন্তু ভলুর পায়ে দেয়া কামড় সে আর ছাড়েনি। যত কামড় রামের গায়ে পড়ছে, রাম ভলুর পায়ে ততো জোরে দাঁত বসাচ্ছে, আর ততো কান্নায় ছটপট করছে ভলু। যন্ত্রণাতে তার কান্নার শব্দও শুনে সবাই অবাক হয়ে গেলো।
"আরে , আমরা রাম কে মারছি আর ভলু কাঁদে কেন?" কালু অবাক হয়ে জানতে চাইলো। সবাই দেখল রাম ঝিমুচ্ছে, কিন্তু কামড় সে ছাড়েনি। তখন সবাই মিলে ব্যস্ত হয়ে গেলো ভলু কে ছাড়াতে। রোগা হলে কি হবে এরম কামড় এর চিন্তা কেউ করতেই পারেনি। যতোই ছাড়ানোর চেষ্টা করুক রাম ছাড়ার নয়। কিন্তু বেশিক্ষণ জ্ঞান ধরে রাখতে পারলনা সে।
জ্ঞান ফিরলো রাম এর, সে বুঝতে পারছে না সে কোথায় আছে। চোখ পুরো খুলতে চেষ্টা করলেও খুলতে পারছে না। সারা শরীর ব্যথা উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। শুধু বুঝতে পারছে যে একজন লোক তার গায়ে কিছু লাগিয়ে দিচ্ছে । তার ব্যথা করছে খুব , কিন্তু গলা দিয়ে আওয়াজ বের করার মতো শক্তি ও তার এখন নেই। আবার সে জ্ঞান হারালো।
সেই দিনে দলের কুকুররা রামের ওপর হামলা করার পর রামের যখন জ্ঞান হারায় সবাই তখন ভোলু কে নিয়ে ব্যস্ত। রামকে অজ্ঞান অবস্থায় ফেলে সবাই চলে যায়। সেই লোকটি যে রামকে একবার খাবার দিয়েছিল সে অসুস্থ এবং অজ্ঞান অবস্থায় রামকে দেখতে পেয়ে তুলে নিয়ে যায় তার বাড়ির পেছনের দিকে এক ফাঁকা জায়গা তে। অচেনা জায়গা হওয়ার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে সে কোথায় আছে কারণ সে সেই জায়গায় আগে আসেনি। জ্ঞান ফিরতেই সে চোখ খুলে দেখল তার সামনে অনেক রকমের খাবার পড়ে, তার গায়ের ব্যথা আগের থেকে কিছুটা কমেছে। সে চেষ্টা করল উঠে দাঁড়িয়ে তার চারপাশে দেখার যে সেই লোকটি আছে কিনা কিন্তু সে কাউকে দেখতে পেল না। কষ্ট করে উঠে সে সামনের দিকে এগিয়ে গেল দেখল জায়গাটা তার চেনা চেনা লাগছে কিন্তু জায়গার পেছনের দিক থেকে কিছুটা দূরে গেলে একটা ঘন জঙ্গল শুরু হয়।
জঙ্গলে সে কখনো যেতে চায় না কারণ ও শুনেছে ওখানে নাকি ভয়ংকর সব জানোয়ার থাকে। তাই প্রসঙ্গত এই পাড়া থেকে যাওয়ার উপায় কিছু নেই রামের। খুঁড়িয়ে খুঁড়িয়ে তাই সে তার সেই আস্তানা মানে মন্দিরের পেছনে গাছের তলায় যাওয়ার জন্য হাঁটা দিল। সেই পুরোনো গলি দিয়ে মুখনামিয়ে হাঁটতে থাকলো সে। সত্যি আজ তার আর জানার ইচ্ছে করছে না যে এখানে কারা বা কোন কুকুর থাকে। এক মনে হাঁটতে থাকলো সে। হঠাৎ পাস থেকে একটা গম্ভীর আওয়াজ তার কানে ছুটে এলো। ডান দিকে সে ফিরে তাকালো, দেখার চেষ্টা করল যে সেখানে কেউ আছে কিনা। অনেকক্ষণ দেখার পর সে দেখতে পেলো দুটো চোখ। হঠাৎ বাম দিক থেকে আরেকটা গলা ভেসে এলো এটা শোনার পরই সে চমকে উঠল, তার মনে প্রথম কোনো অজানা ভয় তৈরি হলো যা আগে কখনো সে অনুভব করেনি।
নিজের শান্তির জায়গাটা যে সেই মন্দিরের পাশের গাছের ছায়া সেটা একজন সে সত্যিই টের পাচ্ছে।সে কখন যে ঘুমিয়ে পড়েছে তার নিজের ই খেয়াল নেই। ঘুমিয়ে সেই এক স্বপ্ন। কিন্তু সে বারটা কিছুটা হলেও তার কেমন যেনো আলাদা মনে হচ্ছে। সে তার বাবা র পেছনে যেতে যেতে অনেক দূরে যাচ্ছে । তার বাবা সামনে এগিয়ে সেই রাস্তা টা না পেরিয়ে ই হঠাৎ দাঁড়িয়ে যায়। তাকে বলে সামনে এগিয়ে যেতে। রাম তার বাবার পাশে এসে দাঁড়ায়। তার বাবা তাকে আলতো ঠেলে সামনের দিকে এগিয়ে দেয়। সমানের দিকে তাকিয়ে দেখে রাস্তা নেই। এই তো সেই জঙ্গল যেখানে হিংস্র প্রাণী রা থাকে, পেছনের দিকে সে তাকিয়ে দেখে তার বাবা আর তার পেছনে নেই,সে যেই না সামনে তাকালো হঠাৎ একটা জন্তু তার দিকে ঝাঁপিয়ে এলো আর তার ঘুম ভেঙে গেল। উঠে দেখলো সামনে ম্যাগী দাঁড়িয়ে।
ধরপরিয়ে উঠে নিজেকে সামলাতে চেষ্টা করলো রাম কিন্তু তার উঠে দাঁড়ানো বলে দিচ্ছে তার শরীরের দুর্বলতা। অজানা ভয়ে সে ম্যাগীর দিকে তাকাতে পারছে না । ভয়ের থেকে তার লজ্জায় হয়ে ত বেশি করছে। হঠাৎ করে ম্যাগী বলে উঠলো " এতদিন ছিলে কোথায়?" ম্যাগী র প্রশ্নে কিছুটা অবাক হলেও সামলে নিল রাম। ম্যাগী আরো বললো " তুমি এই পাড়ার কুকুর তাই তুমি কোথায় ছিলে সেটা আমার জানা কর্তব্য?" রাম তার দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থাকতে থাকতে তার স্বপ্নের কথা মনে পড়ে যায়। ম্যাগীর তাকে অনেক কথা বলছিল কিন্তু কোনো কথা তার কানে যাচ্ছিল না। রাম কখনো কাউকে কোনো উত্তর দেয়নি। এই প্রথম উত্তর দিল " আমি শুধু কুকুর, আমার কোনো দল নেই কোনো পাড়া নেই, তোমাকে ধন্যবাদ যে আমার খবর নিতে এসেছ " । বলে সে ম্যাগী কে কোনো কথা না বলে শুয়ে পড়লো আবার। তার সত্যিই উঠতে ভালো লাগছে না কারণ তার শরীর দিচ্ছে না ।
