তুমিই আমার ভালোবাসা
তুমিই আমার ভালোবাসা
রাতের আকাশে যত তারা জ্বলে
,
সব নিভে গেলেও তুমিই থাকো আলো হয়ে।
তোমার একটুখানি কথার জন্য
আমি দিন গুনে থাকি,
তুমিই সব তুমিই আমার ভালোবাসা
হৃদয়ের ভেতর জমে থাকা গান,
তোমাকেই বলে যেতে চায় প্রতিটা সময়
ভালোবাসা মানে যদি কারও ছায়ায় হারিয়ে যাওয়া,
তবে আমি হারিয়ে যেতে চাই,
তোমার মায়াবি হাসিতে তুমিই সব,
তুমিই আমার ভালোবাসা ।
তোমার ভাবনাতেই পাই শান্তির খোজ
তাই তো তোমাকে ভালোবাসি রোজ
সব শব্দ থেমে যায়,
যখন তুমি কাছে আসো,
মনটা বলে
— “বসো না আমার পাশে
আমার জান,তোমার নিয়ে করব
সারা জীবন পার ।
বাতাসে ভেসে আসে তোমার সুগন্ধ
তাইতো তোমায় নিয়ে লিখা আমার ছন্দ

