তুমি কবি
তুমি কবি


ইচ্ছে হলেই অনিচ্ছা সত্বেও বলে ফেলছে যা খুশি
বলুক!
তুমি তো জানো মানুষের কাছে
তোমার কি ছবি
ইতিহাস
যারা কবিতা লিখতে পারে না
যারা কবিতা বলতে শেখে নি
যারা সাহিত্য, প্রেম কিচ্ছু বোঝে না
তারা অকর্মণ্য বাক্যবাগীশ
অতি বড় দেশপ্রেমিক!
ধূলো দিতে চাই মানুষের চোখে
ধর্মের আফিম গিলিয়ে
দিন দুপুরে রাতের অন্ধকারে
সেটে বসাতে চাই তোমার পাশে
দেশদ্রোহীর তকমা...
তুমি কবি,
কোনো ছেদো কথায় কর্নপাত না করে
সাহিত্যের বর্নমালার ঠিকঠাক প্রয়োগ করে
বিভেদের 'অপরাজনীতির' পাশ কাটিয়ে
সম্প্রীতির কবিতা লিখে যাও,
সত্যের ছবিটা ফুটিয়ে তোলো
হাজির করো
মানুষের দরবারে....।।