হে নাগরিক
হে নাগরিক


জীবন্ত লাশের কবরের পাশ দিয়ে
পথ খুঁজে হেঁটে চলেছি বারবার
কিংবা পোড়া ছাঁইয়ে গ্রাস করা
ভূখণ্ড থেকে বেরিয়ে আসতে চাইছি।
এই হীরক রাজ্য আমার রাষ্ট্র নয়।
এই হীরক রাজ্য আমার রাষ্ট্র হতে পারে না!
সারি সারি দাঁড়িয়ে মৃত ল্যাম্পপোস্টও আজ
প্রমানের তাগিদে জীবন্ত নাগরিক!
জনতা মরছে জনতায় মারছে,
বিভৎস মাৎসন্যায়
মেকি সোসালিজম আর ডেমোক্রাটিকের
ছাপান্ন ইঞ্চি ঠান্ডা ঘরে পরম সুখে নিদ্রিত।
কত যুগ কত বর্ষান্তের শেষে
জনতার মুখে তবুও ফোটে না বিদ্যুৎবাণী,
উদয়ন পন্ডিতরা নিশ্চুপ,নিদ্রিত অথবা মৃত।
এই হীরক রাজ্য থেকেই বেরিয়ে আসতে চাইছি
খুঁজছি নতুন রাজ্যের গুপ্ত পথ।,
যেখান প্রেমের সুবাসে মুখরিত চারপাশ
থাকবে না কোনো তুমি-আমি
থাকবে শুধুই আমরা।
আমি সেই রাষ্ট্রের খোঁজে হতে চাই পদাতিক
হে নাগরিক, তুমিও কি সঙ্গী হবে আমার যাত্রায়!