তুমি আমার হৃদয়
তুমি আমার হৃদয়
আমি তোমার প্রেমে মুগ্ধ হয়ে তোমারই মাঝে হারিয়ে গেছি
আমি তোমায় ছাড়া কিছুই দেখতে পাইনা তাই আর
চোখটা যখন বন্ধ করি
আমি তোমায়ই খুজে পাই
চোখটা যখন মেলে চাই
আমি তোমায়ই কাছে পাই
এ কোন মায়া জালে
তুমি আটকে রেখে চলে গেলে
হৃদয়টা আমার তোমার জন্য ব্যাকুল হয়ে যায়
সবকিছুকেই ভোলা যায়
তবে ভালোবাসাকে নয়
ভালোবাসা স্মৃতি হয়ে রয়ে যায় হৃদয়ের মাঝে আজীবন ।।

