ঠিকানা?
ঠিকানা?


সময় দিচ্ছে ডাক, বাকি সব পড়ে থাক,
ব্যস্ততা রোজকার চেনা পথে...
চলার ব্যস্ততা, মনের কিছু কথা
না বলাই পড়ে থাকে!
আমি জানি না কোন ঠিকানায় ছুটে চলি!
ব্যস্ত হয়ে পৌঁছে যাই আমার চেনা ঠিকানায়,
কত কাজের মাঝে আমার কাজে, আমি অসহায়!
পৃথিবী একদিকে, আমি অন্যদিক, সময় চলমান।
ক্লান্ত হয়ে ঘরে ফেরার সাথে আর একটা দিনের অবসান...
আমি জানি না কোন ঠিকানায় ছুটে চলি!
চেনা কত মুখ, দূরে যেতে যেতে আমায় ডেকে যায়,
ঝাপসা চোখে সব অচেনা লাগে, আমার চলা থমকে যায়!
আমার চারপাশ, আমায় চালায়, ভরে গেছে অচেনায়।
হারিয়ে গেছি, তবু আবার ফিরবো জানি- পুরোনো ঠিকানায়...
আমি জানি না কোন ঠিকানায় ছুটে চলি!