বকুল ফুল
বকুল ফুল


এক মুঠো বকুল ফুল, মুঠোর মধ্যে বন্দি হয়ে ফুঁসছিলো,
এক ঝাপটায় ছড়িয়ে গেল, সাথে মাতাল করা গন্ধ!
সারাদিনের বৃদ্ধ বাতাস, হলো বেপরোয়া গুন্ডা।
ফুসফুসেতে দাপাদাপি, সে ঝড়ের মতোই অন্ধ...
সন্ধ্যে দিয়ে দিনের শুরু, আজব আলোর রেশ।
বকুল তোমায় মাখলে গায়ে আমার লাগে বেশ!
তুমিও দেখি এই হওয়াতে ভালোই নাচো -গাও,
গুন্ডা বাতাস অপেক্ষায়, তোমার তরী বাও।