STORYMIRROR

Abhishek Ghosh

Abstract Others

3  

Abhishek Ghosh

Abstract Others

তোমাদের মঙ্গল হোক !

তোমাদের মঙ্গল হোক !

1 min
255


এই পৃথিবীর ক্ষয়ে যাওয়া সবুজ রং,

শুকিয়ে গেছে পানি,

মানুষের ক্ষুদার আর্তনাদ,

আর রয়েছে খননের শেষ কার্য!

 

তোমাদের এতদিন সেবা করলাম, কিন্তু তার প্রতিদান,

কয়েকজন লোভীর জন্য, সর্বনাশ, এই পৃথিবীর !

 

আমাদেরই ভুল,

আসলে আমাদের মঙ্গল না,

তোমরা চলেছো মঙ্গলে,

আমাদেরকে শেষ করে,

নির্দোষ মানুষদের দুর্ভিক্ষ করে,

আমাদের মৃত্যুদেহের ওপরে,

চলে যাচ্ছ সেই দূরের আকাশে!

 

এখন গন্তব্য তোমাদের, মঙ্গলগ্রহ!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract