তোমাদের মঙ্গল হোক !
তোমাদের মঙ্গল হোক !
এই পৃথিবীর ক্ষয়ে যাওয়া সবুজ রং,
শুকিয়ে গেছে পানি,
মানুষের ক্ষুদার আর্তনাদ,
আর রয়েছে খননের শেষ কার্য!
তোমাদের এতদিন সেবা করলাম, কিন্তু তার প্রতিদান,
কয়েকজন লোভীর জন্য, সর্বনাশ, এই পৃথিবীর !
আমাদেরই ভুল,
আসলে আমাদের মঙ্গল না,
তোমরা চলেছো মঙ্গলে,
আমাদেরকে শেষ করে,
নির্দোষ মানুষদের দুর্ভিক্ষ করে,
আমাদের মৃত্যুদেহের ওপরে,
চলে যাচ্ছ সেই দূরের আকাশে!
এখন গন্তব্য তোমাদের, মঙ্গলগ্রহ!
