STORYMIRROR

I'm Zidan

Abstract Drama Fantasy

2  

I'm Zidan

Abstract Drama Fantasy

তখন যেন বৃষ্টি না হয়

তখন যেন বৃষ্টি না হয়

1 min
94

অচিরেই পতিত হোক অলসতা

গম্ভীর ভাবে এগোবো আমি। 

নেমে আসুক সব সুখ

নেমে আসুক বসন্ত

কাশফুলের ডগা তে কাদা 

থাকবে তখনও

রক্ত ঝরুক গাঢ় কালো হয়ে। 

গাঢ় হোক ভালোবাসা। 

রহস্য ভেদে ব্যস্ত থাক আকাশ

আর মেঘ গুলো রহস্য বারাক

বারাক মৃত মানুষের মৃত স্বপ্ন

বারাক অসভ্যতার মান্যতা


তখন যেন বৃষ্টি না হয়..!

মাটি ভেজা সোঁদা গন্ধ 

স্নিগ্ধ না করে সব। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract