স্তন
স্তন
মেয়েদের স্তন, সৌন্দর্যের রূপ,
শান্ত নীল আকাশে বিশেষ এক সুপ।
মানসিক সাহসের চিহ্ন, শক্তির বীণা,
প্রেমের গানে গুণগত আলোর দীপ্ত বীণা।
সমুদ্রের তরঙ্গে মেতে যাওয়া সপ্ন,
মায়া দেবীর অন্তরে গোপন জগত।
এই স্তনের মধ্যে সৃষ্টির আদি বাণী,
মানুষ সৃষ্টির সাহসী কাজী।
এই স্তনে শক্তি, সপ্তাহের শুভক্ষণ,
প্রেমের পরিবারে সবার সকল মেয়ে নম।
স্বাধীন মনে আপনা স্বপ্ন পুরণ,
মেয়েদের স্তন, প্রেমের জগতে এক অদ্ভুত উপহার।

