স্মৃতি
স্মৃতি
ছুয়ে আসা, ফেলে আসা কিছু ফুল,
সব এখন শুকিয়ে কাঠ।
বাকি যা কিছু ছিল তা এখন নেতিয়ে ধুসর, কিছু আমাকে এড়িয়েছে।
প্লাস্টিক যে কিছু ছিলনা তা নয়, অথচ রেখে দিয়েছি সব।
ফেলিনি কিছুই।
তবে অতীতের দুর্গন্ধ ছড়ায় বলে, দূরে সরিয়ে রেখেছি, হয়ত।
ভিন্ন ভিন্ন ঘরে বন্দি তারা, কিছু ঘরের দরজা বন্ধ,
ঘরের ভিতর থরে থরে সাজানো, ঠিক যেমন হয় ক্রিস্টাল বলগুলো।
তেমনই।
কি অদ্ভুত, আগছালো অথচ সুন্দর।
নির্মমতা আশ্রয় পেয়েছে, কেটেছে অনেক কালো মেঘ।
