শক্তি ২৩/০৩
শক্তি ২৩/০৩
একটা প্রথমের অর্ধেকে যখন সমাপ্তি আসে
দুয়ে দুয়ে চার করো না পাখি
খানিক আবছায়ায়
তোমার সাড়ে তিনেই মঙ্গল।
আওয়াজে, ধোঁয়ায় ভিজে সন্ধ্যে যখন রক্তিম
তখন বোধ করি মাঝরাত।
জ্যোৎস্নার পরিবর্তন নেই,
আলোর রোশনাই নেই।
মাঝপথে সুর ফিরলে
বাসায় ফেরার তাগিদ বড় দায়।
আলো ফুটল, এও জোছনারই রূপভেদ।
প্রতিবারই অন্যমাত্রায়।
সাথে নিয়ে আসে হাওয়া,
পাগল হাওয়া। সেই একই হাওয়া।
এক্ষুনি ঝুপ করে সন্ধ্যা নামবে আবার।