শারদ সংখ্যা
শারদ সংখ্যা


এসো প্রণাম জানাই মাকে আজ মহালয়ার প্রাতে,
মা আসছেন বছর পর সবাইকে আনন্দ দিতে..
উল্লাসিত মনে তোমরা মাস্ক পরিধান করতে ভুলোনা,
কভিড -১৯র নিয়মাবলি কোনো মতেই উলঙ্ঘন করো না;
মা দেখবে,ঠিক গুছিয়ে নেবে রোগ দূঃখ যত,
স্বভাবিক হবে সব কিছু আবার আগের মতো..
স্কুল খুলবে,রেল চলবে,মেতে উঠবে খেলার মাঠ,
দূরত্ব বজায় রেখে চললে করোনা হবে আউট:
শারদীয়ার পৃতি- সম্ভাষণ,বন্ধুরা তোমাদের জানাই,
ভালো থেকো,সুস্থ থেকো পূজতে সবাই।।