STORYMIRROR

শুভ্রলতা ( টুম্পা )

Abstract Inspirational

4  

শুভ্রলতা ( টুম্পা )

Abstract Inspirational

শান্তির শহর

শান্তির শহর

1 min
333

আকাশের বুকে বৃষ্টিকন্যারা অপেক্ষায় গুনছে প্রহর,

ব্যস্ততাময় সাদা কালোর শহরে

ভালোবাসার অভাবে!

শব্দেরা আজ নেমেছে মিছিলে,

অজানা কারণের অভিযোগের তরে

প্রকৃতিও নিরবতা পালনে মত্ত,

অনুভূতিশূন্য দৃষ্টিতে আমি চেয়ে আকাশপানে!

দূর হতে উড়ে যায় বিহঙ্গের দল,

নিজেদের লক্ষ্যে তারা অবিচল

যেন দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ!

প্রতিটা মানুষ এসে যেন বাস্তবতা শিখিয়ে যায়,

বলে দিয়ে যায় বারংবার,

এই পৃথিবীতে কেও কারো নয়,

কেও নয় আপনার!

আকাশ ই যেন বড্ড আপন এখন,

যে আমার সকল কথা শোনে..

আমার সুখে হাসে,

আর দুঃখে বৃষ্টি হয়ে ঝরে।

প্রকৃতির মাঝেই বিলীন হব রোজ..

যেথায় কেও পাবেনা আমার খোঁজ,

এক শান্তির শহর!

..সমাপ্ত..



Rate this content
Log in

More bengali poem from শুভ্রলতা ( টুম্পা )

Similar bengali poem from Abstract