STORYMIRROR

Bidyut chakraborty

Abstract Others

3  

Bidyut chakraborty

Abstract Others

::সেরে উঠবে পৃথিবী::

::সেরে উঠবে পৃথিবী::

1 min
303

এক অব‍্যক্ত নীল রোগ হানা দিল পৃথিবীতে!

স্তব্ধ চরাচর…

গোটা পৃথিবী যেন চলে গেছে শীতঘুমে

জনকোলাহল লাগি কান পেতে থাকি

যা বন্ধ অনেক দিন থেকে।

কতদিন দেখিনি খোলা আকাশ, 

শ্বাস নিইনি মুক্ত বাতাসে

কতদিন ট্রাফিকের গর্জন পাইনি শুনতে

কতদিন দেখিনি দিনের শেষে ঘরে ফেরা 

অফিস যাত্রী বা ছুটির পরে হল্লা করতে করতে বাড়ি ফেরা ছেলেমেয়েদের কান্ত মুখ।

খালি পড়ে আছে খেলার মাঠ বন্ধ দোকানপাট

হারিয়ে গেছে সুর করে হেঁকে যাওয়া ফেরিওয়ালাদের ডাক।

বন্ধ ,বাসে ট্রেনে বাদুড় ঝোলা মানুষের আনাগোনা

বন্ধ হয়েছে আত্মীয়-স্বজন-বন্ধু-বান্ধবের দেখাশোনা।

হারিয়ে গেছে জীবন থেকে কর্ম ব‍্যস্ততা

জীবনটাকে ধরেছে ঘিরে শুধুই হতাশা।

কারখানা আর ওড়ায় না ধোঁয়া ভিতর থেকে পাওয়া যায় না যন্ত্রাংশের সারা।

মানুষের দিন কাটছে অনাহারে‌ হয়ে কাজ হারা

পৃথিবী জুড়ে এখন শুধুই শুনি মৃত‍্যুর পদধ্বনি

সারা পৃথিবী যেন আজ হয়েছে শ্মশান ভূমি।

রোগের আকার ধরে মৃত্যু দিচ্ছে হাতছানি।

তবে ভাবিসনা অমৃতের পুত্র মোরা…

স্রষ্টার সাথে যুঝি ছিনিয়ে আনব ঠিকই জিয়ন কাঠি

সেদিন জনকোলাহলে পৃথিবী আবার উঠবে ভরে

দেখবে,”একদিন ঝড় থেমে যাবে/পৃথিবী আবার শান্ত হবে।”


Rate this content
Log in

Similar bengali poem from Abstract